লিভ ইন সম্পর্ককে (Live-in relationship) বিয়ে বলা যায় না। আইন মেনে, খাতায় কলমে সই সাবুদ হয়ে যেহেতু দু’জন সম্পর্কে জড়াচ্ছেন না তাই এক্ষেত্রে ডিভোর্সও চাওয়া যায় না। এক মামলার পরিপ্রেক্ষিতে এমনই পর্যবেক্ষণ কেরল হাই কোর্টের।
বিচারপতি মহম্মদ মুস্তাক ও বিচারপতি সোফি থমাসের ডিভিশন বেঞ্চে লিভ ইন সম্পর্ক সংক্রান্ত এক মামলার শুনানি ছিল মঙ্গলবার। দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে থাকা এক যুগল ডিভোর্সের (Divorce) আবেদন করেছিলেন উচ্চ আদালতে। আর সেখানেই বিচারপতিরা বলেন, আইনি পথে বিচ্ছেদ চাওয়াই হল ডিভোর্স, লিভ ইনের ক্ষেত্রে সেটা হয়না।
২০০৬ থেকে একসাথে থাকা এক হিন্দু ও এক খ্রিষ্ট ধর্মাবলম্বী বিশেষ বিবাহ আইনে ডিভোর্সের আবেদন করলে এক পারিবারিক আদালত সেই আবেদন খারিজ করে দিলে মামলা গড়ায় কেরল হাই কোর্টে।