দিনভর টানাপোড়েনের পর অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি নিয়ে যায় ইডি। মঙ্গলবার মধ্যরাতে বিচারকের বাড়িতে এজলাস বসে। আগামী ১০ মার্চ পর্যন্ত অনুব্রতকে ইডি হেফাজতের নির্দেশ বিচারকের।
বুধবার দেশজুড়ে হোলির ছুটি। মঙ্গলবার দিল্লি পৌঁছেই রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারক রাকেশ কুমারের এজলাসে ভার্চুয়ালি শুনানির আবেদন করে ইডি। রাত ১১টা ২০ নাগাদ শুনানি শুরু হয়। আধঘণ্টা পর শুনানি স্থগিত হয়ে যায়। এরপর রাত ১টা ২০ নাগাদ বিচারকের বাড়িতে শুনানি বসে। ৩ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক রাকেশ কুমার। আগামী ১০ মার্চ ফের আদালতে পেশ করা হবে অনুব্রতকে।
আরও পড়ুন: আসানসোল থেকে ভায়া জোকা, সন্ধ্যার বিমানে দিল্লিতে অনুব্রত
ইডি ১৪ দিনের হেফাজতের আবেদন করেছিল। ইডির আইনজীবীদের দাবি, পাচারের টাকা কোথায় গিয়েছে, তা জানার জন্য বেফাজতে নিয়ে অনুব্রতকে জেরা করতে হবে। অনুব্রতের আইনজীবী মুদিত জৈন জানান, হেফাজতে থাকাকালীন রোজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছেন বিচারক। আইনজীবীরা প্রতিদিন আধঘণ্টার জন্য মক্কেলের সঙ্গে দেখা করতে পারবেন। এর আগে দিল্লি যাত্রা আটকাতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অনুব্রত মণ্ডল। গত শনিবার সেই আর্জি খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট।