দিল্লির সদর দফতরে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলকে (Anubrata Mondal) জেরা করার জন্য এবার বিশেষ দল গঠন ইডির (ED)। সেই দলে রয়েছেন সনিয়া নারাংয়ের মতো দুঁদে আইপিএস অফিসার। অনুব্রতকে ৩ দিনের হেফাজতে পেয়েছে ইডি। এই ৩ দিনেই কড়া জেরার সম্মুখীন হতে পারেন অনুব্রত।
জানা গিয়েছে, সনিয়া নারাং বেশ ডাকাবুকো হিসেবে পরিচিত। ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট। ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই অনুব্রতকে জেরা করার জন্য কড়া প্রশ্ন তৈরি করা হয়েছে। ইডির হয়ে গরুপাচার মামলায় এবার এই দুঁদে আইপিএস অফিসার সনিয়া নারাং অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করবেন।
আরও পড়ুন: দিল্লিতে মধ্যরাতে বিচারকের বাড়িতে শুনানি, অনুব্রত মণ্ডলকে ৩ দিনের হেফাজতে পেল ইডি
ইডি সূত্রে জানা গিয়েছে, অনুব্রতকে জেরা করার জন্য যে বিশেষ দল গঠিত হয়েছে, তাতে সনিয়া নারাং ছাড়াও থাকবেন ডিরেক্টর বিবেক আর ওয়াদেকর, ডিরেক্টর রাহুল নবীন ও ডিরেক্টর নবীন শর্মারাও। এছাড়াও থাকছেন সুনীল কুমার যাদব, যোগেশ শর্মা, সোহান কুমার শর্মার মতো তাবড় তাবড় অফিসাররাও।
ইডি সূত্রে খবর, বিশেষ দলে আছেন স্পেশ্যাল ডিরেক্টর বিবেক আর ওয়াদেকার, স্পেশ্যাল ডিরেক্টর রাহুল নবীন, দলে থাকছেন সনিয়া নারাং, থাকছেন স্পেশ্যাল ডিরেক্টর মনিকা শর্মা, এছাড়াও থাকছেন সুনীল কুমার যাদব, যোগেশ শর্মা, ও সোহান কুমার শর্মার মতো তাবড় অফিসাররা।