ওড়িশায় বেড়াতে গিয়ে মৃত্যু হল (Odisha bus accident) এই রাজ্যের ৬ জন পর্যটকের। তাঁরা প্রত্যেকেই হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা। ওই দুর্ঘটনায় (Odisha bus accident) আহতের সংখ্যা ৪০ জনের বেশি। উদয়নারায়ণপুর থেকে বাসে করে প্রথমে ওড়িশার (Odisha) দারিংবাড়ি তারপর দক্ষিণ ভারতের বিশাখাপত্তনম ভ্রমণের পরিকল্পনা ছিল ওই পর্যটকদের। কিন্তু দারিংবাড়ি থেকে বিশাখাপত্তনমে যাওয়ার পথেই আচমকাই দুর্ঘটনার (Odisha bus accident) কবলে পড়ে বাসটি। মাঝরাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরে উদ্ধারকার্যে সহয়তা করেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকাল পর্যন্ত চলে উদ্ধার কাজ। পরে পুলিশ এবং দমকল বাহিনী এসে আহতদের হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: মঙ্গলবারের মতোই বুধবারেও সিবিআই দফতরে হাজিরা এড়াতে পারেন অনুব্রত
জানা গিয়েছে, বাংলা থেকে ওড়িশার দারিংবারিতে বেড়াতে এসেছিলেন ৭৭ জন পর্যটকদের একটি দল। যাঁদের অধিকাংশই হাওড়ার বাসিন্দা। ওড়িশার গঞ্জাম এবং কন্ধমল জেলার সীমান্তে কলিঙ্গঘাটের কাছে দুর্ঘটনাটি (Odisha bus accident) ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাসটি একটি নদীখাতের ধার বারবার রাস্তা দিয়ে যাচ্ছিল। বাঁকের মুখে এসে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে নীচে নদীখাতে পড়ে যায়।