ফের ১১ দিনের ইডি হেফাজত হয়েছে অনুব্রত মণ্ডলের। আদালতে ইডির দাবি, জেরা করতে গিয়ে ভাষাগত সমস্যা হচ্ছে তাঁদের। বাংলা ছাড়া, ইংরেজি, হিন্দি কিছুই বোঝেন না। লিখতেও পারেন না। শুক্রবার বিশেষ সিবিআই আদালতের বিচারক রঘুবীর সিংয়ের সঙ্গে প্রথম মুখোমুখি দেখা হয় অনুব্রত মণ্ডলের। ভাষা নিয়ে প্রশ্ন করেন বিচারকও। উত্তর দেন আইনজীবী মুদিত জৈন।
শুক্রবার অনুব্রতকে হেফাজতে নেওয়া নিয়ে দীর্ঘক্ষণ দুই পক্ষের আইনজীবীর মধ্যে বাদানুবাদ চলে। বিচারক অনুব্রতের শারীরিক অবস্থার কথাও জানতে চান। ইডি সূত্রে খবর, অনুব্রতের আপ্যায়ণের কোনও ত্রুটি হয়নি। ডাল, আলুপোস্ত, মাছের ঝোল, ভাত, সবই দেওয়া হয়েছে। শুক্রবার শুনানির শেষে রায়ের জন্য অপেক্ষা করতে হয় অনেকক্ষণ। সেই সময় অ্যাপের মাধ্যমে অনুব্রতের জন্য বার্গার ও কোল্ড কফি অর্ডার দেন ইডির আধিকারিকরা।
দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় অনুব্রত মণ্ডলের। চিকিৎসকরা জানিয়েছেন, ফিট আছেন অনুব্রত মণ্ডল। দিল্লির প্রবর্তন ভবনে ইডির সদর দফতরে অনুব্রতকে একজনের শোয়ার মতো বিছানা ও ছোট্ট একটি ঘর দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে একটি শৌচালয়।