রবিবার চাঁদের (Eid 2022 Moon) দেখা পাওয়া যায়নি। তাই নিয়ম অনুযায়ী, ৩ মে মঙ্গলবারই দেশজুড়ে পালিত হবে ইদ (Eid Ul Fitr)।
নয়াদিল্লির (New Delhi) ফতেহপুরি মসজিদের ইমাম মুফতি মুকররম আহমেদ সংবাদ সংস্থাকে জানান, মসজিদের রুয়েত-ই-হিলাল কমিটি দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার-সহ একাধিক জায়গায় খোঁজ নিয়েছে। কিন্তু রবিবার সন্ধেবেলা কোনও জায়গা থেকেই চাঁদ দেখা যায়নি। ইমাম জানান, "কোথাও চাঁদ দেখা যায়নি। তাই সোমবারই রমজানের শেষদিন হিসেবে পালিত হবে। মঙ্গলবার হবে ইদ-উল-ফিতর।" একই কথা জানান, মারকাজি চাঁদ কমিটির প্রধান রশিদ ফিরঙ্গি মাহালি।
আরও পড়ুন: সহজ মাত্র ৩টি ধাপে বানিয়ে নিন সেমাই, রইল রেসিপি
গত ২ বছর ধরে কোভিড সংক্রমণের জন্য সেভাবে পালিত হয়নি ইদ। কিন্তু এবার কোভিড সংক্রমণ অনেকটা কমায় উঠে গিয়েছে অনেক বিধিনিষেধ। দেশজুড়েই পালিত হবে খুশির ইদ।