আইসিএসসি ও আইএসসি বোর্ড পরীক্ষার প্রথম সেমেস্টারের ফলঘোষণা করা হবে। আগামী ৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় দশম ও দ্বাদশ শ্রেণির ফল ঘোষণা হবে। শুক্রবার এই নির্দেশিকা জারি করেছে কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনন্স। কাউন্সিলের কেরিয়ার পোর্টাল ও ওয়েবসাইটেও পরীক্ষার ফল জানা যাবে। তাছাড়া এসএমএসের মাধ্যমেও জানা যাবে রেজাল্ট।
www.cisce.org-এই ওয়েবসাইটে নিজেদের ইউনিক আইডি ও ইনডেক্স নম্বর দিয়ে রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা।
স্কুলগুলি কাউন্সিলের কেরিয়ার পোর্টালে গিয়ে লগ-ইন করে রেজাল্ট জানতে পারবে। সেক্ষেত্রে প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষকের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করতে হবে।
এসএমএস করে রেজাল্ট জানার জন্য ICSC-ISC লিখে তার পাশে পরীক্ষার্থীর ইউনিক আইডি লিখতে হবে।
৯২৪৮০৮২৮৮৩ এই নম্বরে এসএমএস পাঠালে মোবাইলে রেজাল্ট জানা যাবে।
আরও পড়ুন: জাতীয় সঙ্গীত 'অবমাননা'র অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি মুম্বই আদালতের
অনলাইনে রেজাল্টের রিভিউ করতে পারবেন পরীক্ষার্থীরা। রেজাল্ট বেরোনোর তিনদিনের মধ্যেই অনলাইনে আবেদন করা যাবে। আবাদেন করার শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি।