যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সূর্য কান্তের নির্দেশ, এই মামলায় সব পক্ষকে নোটিস দিতে হবে। দু সপ্তাহ পর এই মামলার শুনানির দিন ঠিক করা হয়েছে।
যাদবপুরের উপাচার্য নিয়োগ নিয়ে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের সিদ্ধান্তের প্রতিবাদে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। এদিন দুই বিচারপতির বেঞ্চের নির্দেশ, এই সময়ের মধ্যে স্থায়ী উপাচার্য নিয়োগ সম্ভব কীনা, তা দু পক্ষকে আলোচনা করে এর সমাধান করতে হবে। তবে অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে আচার্যে সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত।
আরও পড়ুন : যাদবপুর নিয়ে একাধিক পরিকল্পনা, দায়িত্ব পেয়ে রবিবারই ক্যাম্পাসে গেলেন অস্থায়ী উপাচার্য
যাদবপুরের ঘটনায় নবান্নের অভিযোগ ছিল, একতরফা ভাবে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হয়েছে। কারণ, যে পরিস্থিতিতে বিশ্ব বিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হচ্ছে, তা খতিয়ে দেখতে রাজ্যের সঙ্গে আলোচনা করা প্রয়োজন ছিল রাজ্যপালের।
মূলত এই অভিযোগকে সামনে রেখেই সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। যদিও কলকাতা হাই কোর্টে এই সংক্রান্ত একটি মামলায় ধাক্কায় খেয়েছিল রাজ্য।