চাকরিতে প্রভাব খাটানো থেকে কোটি কোটি সম্পত্তি। অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ। ইডির দাবি, তদন্তে অসহযোগিতা করেছেন। বুধবার দিনভর জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে ইডি। এরপর তাঁকে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সুকন্যাকে আদালতে পেশ করা হবে।
ইডি সূত্রে খবর, সুকন্যার নামে ব্যাঙ্কে ১৬ কোটি টাকার ফিক্সড ডিপোজিট আছে। এছাড়া বীরভূমে সুকন্যার মালিকানায় বিঘা বিঘা জমি আছে। বোলপুর বাইপাস সংলগ্ন এলাকায় ১০ বিঘা জমি আছে বলে দাবি ইডির। অভিযোগ, একটি সংস্থার মালিকানাও আছে তাঁর নামে। একটি চালকলের মালিকও তিনি। ইডির অভিযোগ, বাবার ব্যবসা দেখাশোনা করতেন সুকন্যাই। সেই তথ্য তাঁর কাছে আছে।
প্রাথমিক স্কুলে চাকরি করতেন সুকন্যা। অভিযোগ, শাসকদলের নেতা হিসেবে প্রভাব খাটিয়ে সরকারি চাকরি পাকা করেছেন। আগেই অভিযোগ উঠেছিল, স্কুলে না গিয়েও বেতন নিয়েছেন সুকন্যা। এর আগে ৩ বার তাঁকে দিল্লিতে তলব করে ইডি। কিন্তু একাধিকবার তলব এড়িয়েছেন অনুব্রত কন্যা। বুধবার দিল্লি যান। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে ইডি।
অনুব্রত কন্যার বয়স কম। খুব বেশিদিন চাকরি করেননি। স্বল্প সময়ে কীভাবে এত টাকার মালিক হলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। গরুপাচার কাণ্ডে তাঁর এই সম্পত্তির যোগ থাকতে পারে বলে মনে করছে ইডি।