Budget 2022: সংসদে পৌঁছলেন নির্মলা, চলছে শেষবেলার প্রস্তুতি, বাজেট থেকে কি পাবে বাংলা ?

Updated : Jan 31, 2022 20:19
|
Editorji News Desk

মঙ্গলবার বাজেট (Budget 2022) পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitaraman)। গতবছরেও পাঁচ রাজ্যে নির্বাচনের আগে ছিল বাজেট। এবারও সেই একই ছবি ধরা পড়ছে দেশে। গতবছর নির্বাচনের আগে বাংলার জন্য বরাদ্দ ছিল একাধিক জনমুখী প্রকল্প। এবার বাংলার ভাগ্যে কি আসবে, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা।

গতবার ভোটমুখী পশ্চিমবঙ্গে (West Bengal) বাজেটে একাধিক প্রতিশ্রুতি নিয়ে এসেছিল কেন্দ্র। কিন্তু কতটা পূরণ হয়েছে সেই সব! বাংলার ভাগ্যে জুটেছিল রেল-সড়ক সহ একাধিক জনমুখী প্রকল্প। সড়ক উন্নয়নের জন্য ২৫ হাজার কোটি টাকা ঘোষণা বরাদ্দ করা হয়েছিল। ৬৭৫ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণের কথাও ঘোষণা করা হয়। কলকাতা-শিলিগুড়ি রাস্তা সংস্কারের কথাও ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

এছাড়াও বাজেটে বাংলার জন্য রেলেও বড় প্রকল্পের কথা ঘোষণা করেছিল কেন্দ্র। অর্থমন্ত্রী ঘোষণা করেন, খড়গপুর থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত ইস্ট ফ্রেট করিডর নির্মাণ হবে। ডানকুনি-গোমো লাইনের কাজ চলবে। জোর দেওয়া হয়েছিল চা-শিল্পেও। বাংলা ও অসমের চা-শ্রমিকদের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।

আরও পড়ুন: রাষ্ট্রপতির কাছে রাজ্যপালকে সরানোর আবেদন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের

বাংলায় বিধানসভা নির্বাচনে ব্যর্থ হয়েছে বিজেপি। বাজেটে ঘোষণা করা বাংলার অনেক রেল প্রকল্প এখনও অসম্পূর্ণ হয়ে আছে। সেই প্রকল্পগুলোর অগ্রগতি কী হবে, তা নিয়ে নজর থাকবে। রাজ্যের পাঁচটি মেট্রো প্রকল্পের কাজও চলছে। অর্থমন্ত্রী তা নিয়ে কিছু ঘোষণা করেন কিনা, তার দিকেও নজর থাকবে রাজ্যের। ইতিমধ‍্যেই বঙ্গ বিজেপির নেতারা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন। তাঁদের প্রস্তাব, বিধানসভা হয়ে গেল বাংলায় এবার পুরভোচ হবে। সে কথা মাথায় রেখে যেন বাংলার ঝুলি ভরিয়ে দেন নির্মলা। কিন্তু ঝুলি ভরবে কীনা, সেই আশ্বাস অবশ‍্য পাওয়া যায়নি। 

West BengalBudgetEconomic reformsFinance MinisterNirmala SitaramanBudget 2022

Recommended For You

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন