মহুয়া মৈত্রর সাংসদ পদ থাকছে না খারিজ হচ্ছে, তা চূড়ান্ত হয়ে যেতে পারে শুক্রবারই । জানা গিয়েছে, সাংসদকে নিয়ে ৮ ডিসেম্বর এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়তে চলেছে লোকসভার স্পিকারের কাছে । এমনটাই জানালেন তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, এথিক্স কমিটির রিপোর্ট পেশ হওয়ার আধ ঘণ্টার মধ্যে মহুয়ার সাংসদ পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন স্পিকার ওম বিড়লা ।
জানা গিয়েছে, শুক্রবার বেলা ১২টায় লোকসভার স্পিকারের কাছে রিপোর্ট জমা দেবেন এথিক্স কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ বিনোদ সোনকর। এরপর রিপোর্টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ বা সিদ্ধান্তের কথা জানাবেন স্পিকার । তবে, ওই রিপোর্ট নিয়ে স্পিকারের কাছে আলোচনার দাবি করেছে তৃণমূল । সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়ার পরই তৃণমূল আলোচনায় বসতে চায় । একইসঙ্গে মহুয়াকে লোকসভার কক্ষে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে ।