ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে ওড়িয়া অভিনেত্রী রশ্মিরেখা ওঝার (Rashmirekha Ojha) মৃত্যুতে । পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যাই করেছেন ২৩ বছরের অভিনেত্রী (Odisha Actress Death) । যদিও, অভিনেত্রীর পরিবারের দাবি,তাঁদের মেয়ে আত্মহত্যা করেননি । উঠে আসছে অভিনেত্রীর পুরুষসঙ্গী সন্তোষ পাত্র এবং আর এক প্রাক্তন প্রেমিক
ভুবনেশ্বরের নায়াপল্লীর ভাড়া বাড়ি থেকে ১৮ জুন সকালে, রশ্মিরেখার দেহ উদ্ধার হয় । ওই ভাড়া বাড়িতে স্বামী স্ত্রী পরিচয়ে লিভ ইন করতেন অভিনেত্রী এবং সন্তোষ ও।
সুইসাইড নোটে নিজের মৃত্যুর জন্য় কাউকেই দায়ী করেননি অভিনেত্রী, শুধু বাবার উদ্দেশে লিখেছেন, মৃত্যুর পরেও বাবাকে মিস করবেন তিনি, তাঁর মৃত্যুর জন্য সন্তোষকেজেন দোষারোপ না করা হয়, এমন উল্লেখও ছিল সুইসাইড নোটে। অভিনেত্রীর বাবার অভিযোগে সন্তোষের বিরুদ্ধেই। তার ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ ।
মেয়ের লিভ ইন সম্পর্কের কথা জানতেন না, সন্তোষকে চিনতেন না, দাবি বাবার।
অন্যদিকে রাজা নামের এক ব্যক্তির নাম ট্যাটু করা ছিল অভিনেত্রীর হাতে। উড়িষ্যার স্থানীয় এক টিভি চ্যানেলে রশ্মিরেখার সঙ্গে তাঁর সম্পর্কের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন রাজা। জানিয়েছেন রাজার জন্মদিনে নিজের হাতে ট্যাটু করিয়েছিলেন অভিনেত্রী।