দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের কাছে জোরাল বিস্ফোরণ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, এদিন সন্ধে ৬টা নাগাদ এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে দিল্লি পুলিশকে জানায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ। যদিও তল্লাশির পরেও কোনও বিফস্ফোরক মেলেনি। কিন্তু, স্থানীয়দের দাবি তাঁরা দূতাবাসের পিছনে অবস্থিত একটি ফাঁকা জায়গায় ধোঁয়া বের হতে দেখেছেন, পেয়েছেন বিস্ফরণের বিকট শব্দও।
WB JN.1 Update: স্বাস্থ্যভবনের রিপোর্টে স্বস্তি, সারা দেশে লাফিয়ে বাড়লেও, জেএন.১ মুক্ত বাংলা
যে ব্যক্তি, দিল্লি পুলিশকে ফোন করে এই বিস্ফোরণের খবর দিয়েছিলেন যে ব্যক্তি তাঁকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে, দমকল বিভাগের কর্মীরা এবং জাতীয় তদন্ত সংস্থার আধিকারিকরাও।