প্রেমিকাকে গাড়ি চাপা দিয়ে খুনের চেষ্টার পর এবার মামলা তোলার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠল মহারাষ্ট্রের আমলা অনিল গায়কোয়াড়ের পুত্র অশ্বজিতের বিরুদ্ধে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এমন অভিযোগ করেছেন অশ্বজিতের বান্ধবী প্রিয়া।
প্রিয়ার দাবি, প্রায় ৪-৫ বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। এই ঘটনার পর তিনি একেবারেই নিরাপদ নন। হাসপাতালে এসে অশ্বজিতের বন্ধুরা তাঁর বোনকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। তিনি একেবারেই নিরাপদ বোধ করছেন না।
আরও পড়ুন - লোকসভায় রং-বোমার ঘটনায় দিল্লির পুলিশের জালে আরও এক
যদিও প্রথম থেকেই সব অভিযোগ অস্বীকার করেছেন অশ্বজিত। তাঁর কথায়, গত ১১ ডিসেম্বর পারিবারিক অনুষ্ঠানে হোটেলের ছিলেন তিনি। সেই সময় মত্ত অবস্থায় হাজির হন প্রিয়া। অশান্তি করেন। তাঁকে চলে যাওয়ার কথা বললে উল্টেই অশ্বজিতকে হেনস্থা করেন তরুণী।