উত্তরপ্রদেশে দুই তরুণ-তরুণীর মধ্যে প্রেম ছিল, কিন্তু তাঁদের সম্পর্ক মানেনি দুই পরিবার। গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন প্রেমিক প্রেমিকা।
উত্তরপ্রদেশের বাহসুমা থানা এলাকার ঘটনা। একুশ বছরের রাখি চৌহান এবং ২৪-এর মণীশ চৌহানের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু পরিবারের সম্মতি ছিল না এই সম্পর্কে। রবিবার গাছে ঝুলে আত্মঘাতী হয় রাখি মণীশ। তাঁদের দেহের পাশে পাওয়া গিয়েছে সিঁদুরের কৌটো, মিষ্টির বাক্স।
ঘটনার আগে মণীশ রাখির সিঁথিতে সিঁদুর পরায়, তারপর রাখিকে মিষ্টিমুখ করিয়ে দুজনে গাছে ফাঁস দিয়ে ঝুলে পড়ে। দুজনের দেহের ময়নাতদন্তের রিপোর্টও বলছে গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে দুজনের।