নতুন বছরে আশার আলো। ২০২৩ সালে এসে করোনার(India covid Update) ক্ষেত্রে সর্বনিম্ন সংখ্যার রেকর্ড তৈরি হল ১৭ জানুয়ারি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, ভারতে গত ২৪ ঘণ্টায় মাত্র ৮৯টি নতুন করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে। যা ২০২০ সালের পর থেকে সর্বনিম্ন বলেই খবর। করোনার নয়া প্রজাতি BF7 ভাইরাস(BF7 Coronavirus) নিয়ে ইতিমধ্যেই বিশ্বজুড়ে আলোড়ন পড়ে গিয়েছে। এই দোলাচলের মাঝেও করোনাগ্রাফে এই সর্বনিম্ন পতনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দেশবাসী(Covid Update of India)।
মঙ্গলবার দেশে সক্রিয় করোনা আক্রান্তের(India Covid Update) সংখ্যা কমে হয়েছে ২,০৩৫। অন্যদিকে, সুস্থতার হার প্রায় ৯৮ শতাংশের আশেপাশে। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ কোটি ৪১ লক্ষ ৪৮ হাজার ৪৭২ জন।