এবার থেকে রান্নার গ্যাস ডেলিভারির সময় বায়োমেট্রিক সংগ্রহ করবেন ডেলিভারি বয়। ফলে আর তথ্য যাচাইয়ের জন্য লম্বা লাইনে দাঁড়াতে হবে না গ্রাহকদের।
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, রান্নার গ্যাসে ভর্তুকি পান যে সব গ্রাহক তাঁদের আধার কার্ড এবং তথ্য যাচাইয়ের জন্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করতে হবে। এর পরেই বিপাকে পড়েন গ্রাহক এবং ডিলাররা। লম্বা লাইনের দাঁড়িয়ে বায়োমেট্রিক যাচাই করা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন - বড়দিনের উৎসবের আগেই চাপে মধ্যবিত্ত, ঋণের সুদ বাড়াল ভারতীয় স্টেট ব্যাঙ্ক
এই সমস্যার সমাধান করতেই এবার ৭০ থেকে ৮০ শতাংশ ডেলিভারি বয়ের মারফত গ্রাহকদের কাছেই যাচাই যন্ত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হল। আগে বলা হয়েছিল ৩১ ডিসেম্বরের মধ্যে যাচাই পর্ব শেষ করতে হবে। বর্তমানে তেমন কোনও সময়সীমা বেঁধে না দিলেও যত দ্রুত সম্ভব এই কাজ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।