নতুন বছরের আগেই স্বস্তি। দাম কমল LPG গ্যাসের। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ৩৯ টাকা কমিয়েছে। রান্নার গ্যাসের দাম কমেনি। নতুন দাম ২২ ডিসেম্বর থেকেই লাগু করা হয়েছে। জানিয়েছে ইন্ডিয়ান অয়েল।
এতদিন দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ১৭৯৬ টাকা ৫০ পয়সা। মুম্বইয়ে এই দাম ১৭৪৯ টাকা। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ১৯০৮ টাকা। চেন্নাইয়ে ছিল ১৯৬৮ টাকা। এবার ৩৯ টাকা কমেই পাওয়া যাবে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার। নভেম্বর মাসেই ৫৭ টাকা দাম কমিয়েছিল ইন্ডিয়ান অয়েল।