দাম কমল বাণিজ্যিক গ্যাসের (Commercial Gas)। এদিন বাজেটের আগে এলপিজি (LPG) বাণিজ্যিক গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নেয় তেল কম্পানিগুলো। ১ ফেব্রুয়ারি থেকে বাণিজ্যিক গ্যাসের প্রতি ১৯ কেজি সিলিন্ডারের জন্য দিতে হবে ১৯০৭ টাকা। দাম কমল ৯১ টাকা ৫০ পয়সা। তবে গৃহস্থদের জন্য ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম একই থাকল। তাতেই স্বস্তি মধ্যবিত্তের হেঁশেলে।
পাঁচ রাজ্যের নির্বাচনের কথা মাথায় রেখে বাজেটে গ্যাসের দাম একই রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। গত অক্টোবর মাস থেকে ভরতুকিহীন গ্যাস সিলিন্ডারের দামের কোনও পরিবর্তন হয়নি। নভেম্বর থেকে একই আছে দেশের পেট্রল-ডিজেলের দামও। ১ ফেব্রুয়ারি দিল্লি ও মুম্বইয়ে ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম ৮৯৯ টাকা ৫০ পয়সা। কলকাতাতে (LPG Price in Kolkata) রান্নার গ্যাসের দাম ৯২৬ টাকা। চেন্নাইয়ে রান্নার গ্যাসের দাম ৯১৫ টাকা।
আরও পড়ুন: ২ বছরের মধ্যে আপডেট ফাইল রিটার্ন করতে পারবেন করদাতারা, বাজেটে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
২০২১ সালের অক্টোবরে কলকাতায় গ্যাসের দাম বেড়ে হয়েছে ৯২৬ টাকা। এক ধাক্কায় ২৫ টাকা দাম বেড়েছিল রান্নার গ্যাসের। ২০২১ সালের জানুয়ারিতে রান্নার গ্যাসের দাম ছিল ৭২০ টাকা ৫০ পয়সা। এক বছরে তা ২০৬ টাকা বেড়েছে।