নতুন বছরে মিলল সুখবর । ফের দাম কমল রান্নার গ্যাসের । তবে, গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি । দাম কমেছে বাণিজ্যিক সিলিন্ডারের । নতুন বছরে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে মাত্র ১.৫০ টাকা । আজ থেকেই নতুন দাম প্রযোজ্য হবে ।
দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে ১৯ কেজি সিলিন্ডারের দাম কমে হয়েছে যথাক্রমে ১৭৫৫.৫০ টাকা, ১৭০৮.৫০ ও ১৯২৪.৫০ টাকা । তবে, কলকাতায় দাম বাড়তে দেখা গিয়েছে । জানা গিয়েছে, কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৫০ পয়সা বেড়ে হয়েছে ১৮৬৯ টাকা । এই নিয়ে এক মাসে দুইবার দাম কমল বাণিজ্যিক সিলিন্ডারের ।