কোনও কাজই ছোট নয়, এমন কথা প্রবাদবাক্য হয়েই থেকে যায় অধিকাংশ ক্ষেত্রে। শর্মিষ্ঠার ক্ষেত্রে অবশ্য হয়নি। ইংলিশে এমএ পাশ শর্মিষ্ঠা দিল্লির গোপীনাথবাজার এলাকায়। ইংরেজিতে কথা বলা চায়ওয়ালি দেখে তো হতবাক অনেকেই। চাকরি না পেয়ে চায়ের দোকান খুলেছেন, এমনটা ঘটেনি শর্মিষ্ঠা ঘোষের ক্ষেত্রে। বরং ব্রিটিশ কাউন্সিলের চাকরি ছেড়ে নিজের ব্যবসায় মন দিতে চেয়েছেন তরুণী।
শর্মিষ্ঠার স্বপ্ন, একদিন তাঁর নিজের একটি চা-কফির চেইন হবে সারা দেশজুড়ে।
এমএ পাশ ইংলিশ চাইওয়ালির গল্পটি ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সঞ্জয় খান্না লিঙ্কডইন-এ শেয়ার করেছেন সম্প্রতি, ইতিমধ্যে সেই ছবি-পোস্ট ভাইরাল। শর্মিষ্ঠার গল্প হ্রদয় ছুঁয়েছে নেটিজেনদের।
চায়ের ব্যবসায় শর্মিষ্ঠার একজন অংশীদারও রয়েছেন। সেই ভাবনা রাও এখন লুফথানসায় কর্মরত।