২০১৪ সালের ৩ অক্টোবর। যাত্রা শুরু হয়েছিল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের। ৩০ এপ্রিল শততম পর্বে পদার্পণ করল এই অনুষ্ঠান। এই মুহূর্তকে ঐতিহাসিক বলে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নিজে। অনুষ্ঠানে কথা বললেন সেই মানুষদের সঙ্গে, যাঁরা সমাজকে অনুপ্রেরণা দিয়েছেন।
এই পর্বে একাধিক চমক ছিল। এতদিন ২২টি ভারতীয় ভাষায় এই অনুষ্ঠান সম্প্রচারিত হত। এবার মোট ১১টি বিদেশি ভাষায় সম্প্রচারিত হল মন কি বাত। যার মধ্যে ফ্রেঞ্চ, চাইনিজ, ইন্দোনেশিয়ান, তিব্বতি ভাষায় রয়েছে। আকাশবাণীর ৫০০টির বেশি কেন্দ্র থেকে শোনানো হয়েছে এই সম্প্রচার।
এবার রাষ্ট্রপুঞ্জের সদর দফতরেও মন কি বাত অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার হয়েছে। প্রত্যেক রাজ্যের রাজভবনে চলেছে এই সম্প্রচার। শততম অনুষ্ঠানের আগে টুইটও করে প্রধানমন্ত্রী। ধন্যবাদ জানান শ্রোতাদের।