মহিলা ভক্তকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার (Godman arrested) করা হল মধ্যপ্রদেশের এক স্বঘোষিত গুরুকে। এই স্বঘোষিত গুরুর নাম মির্চি বাবা (Mirchi baba arrested) ওরফে বৈরাগ্যনন্দ গিরি মহারাজ। জানা গিয়েছে, সন্তান লাভের আশায় মির্চি বাবার শরণাপন্ন হয়েছিলেন এক মহিলা। কিন্তু সুযোগের সদ্ব্যবহার করে ওই বাবাজি মহিলাকে ধর্ষণ (rape) করে। ওই মহিলা পুলিশে অভিযোগ দায়ের করার পর গোয়ালিয়রের একটি হোটেল থেকে মির্চি বাবাকে গ্রেফতার (Mirchi baba arrested) করেছে ভোপাল ও গোয়ালিয়র পুলিশের যৌথ বাহিনী। স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে ৩৭৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: বিকিনি পরে ইনস্টাগ্রামে ছবি, সেই 'অপরাধ'-এ চাকরি খোয়ানোর অভিযোগ সেন্ট জেভিয়ার্সের অধ্যাপিকার
মহিলার দাবি, দীর্ঘ দিন ধরেই তাঁরা সন্তান চাইছিলেন। সেই কামনাতেই তিনি এসেছিলেন বৈরাগ্যনন্দের কাছে। বৈরাগ্যনন্দ তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, একটি যজ্ঞ করলেই মহিলার সন্তানলাভ হবে। অভিযোগ, যজ্ঞের নাম করে মহিলাকে কিছু খাইয়ে বেহুঁশ করে তাঁকে ধর্ষণ করা হয়।
অভিযোগকারিণী জানিয়েছেন, লোকে কী বলবে, এই সঙ্কোচে তিনি এত দিন অভিযোগ দায়ের করতে চাননি। সমস্ত দ্বিধা কাটিয়ে সোমবার তিনি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই স্বঘোষিত গুরুর সন্ধান শুরু করে পুলিশ। মঙ্গলবার তাঁকে গোয়ালিয়র থেকে গ্রেফতার (Godman arrested) করে ভোপালে নিয়ে আসা হয়।
উল্লেখ্য, গত লোকসভায় প্রচারের সময় নিরঞ্জনী আখড়ার মহামন্ডলেশ্বর, স্বামী বৈরাগ্যনন্দজিকে দিয়ে যজ্ঞ করিয়েছিলেন ভোপালের কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিং। সেই কারণেই তাঁকে মধ্যপ্রদেশের নিরঞ্জনী আখড়া বরখাস্ত করেছিল বলে অভিযোগ ওঠে।