সামনে বিরাট ধানখেত। ওপারে দেখা যাচ্ছে আকাশে উড়ছে আগুনের গোলা। সঙ্গে বিকট শব্দ। মঙ্গলবার সকালে এই দৃশ্য দেখেই কেঁপে গেলেন মধ্যপ্রদেশের হরদা জেলার বৈরাগড় গ্রামের বাসিন্দারা। স্থানীয় বাজি কারখানায় আগুন লেগে ঝলসে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ছয় জন। জখম আরও ৪০। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক বলেই দাবি করেছে প্রশাসন।
গ্রামবাসীদের দাবি, বিস্ফোরণের অভিঘাতে কেঁপে গিয়েছে পাশের গ্রামের কিছু এলাকা। ঘটনার সময় ওই কারখানায় প্রায় ১৫০ শ্রমিক কাজ করছিলেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ সরকার।
জেলা প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থলে রয়েছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তারা আগুন নেভানোর কাজ করছে। ডাকা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। ওই বাজি কারখানার কোনও লাইসেন্স ছিল কীনা, তা এখন খতিয়ে দেখা হচ্ছে।