বাবার কাছে এসেছিল ২১ বছর বয়সি মেয়ের হাত-পা বাঁধা ছবি। যা দেখে চমকে উঠেছিলেন তিনি। এখানেই শেষ নয়। এরপর আসে ৩০ লক্ষ টাকা মুক্তিপণের দাবি। উপায় না পেয়ে রাজস্থান পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি। জানান, তাঁর মেয়ে কোটায় পড়তে গিয়ে অপহৃত হয়েছেন। কিন্তু ঘটনার তদন্ত শুরু করতেই চমকে ওঠেন সকলে।
সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, বিদেশে পড়তে চান ওই তরুণী। আর পড়াশোনার খরচ যোগাড়ের জন্যই মিথ্যে অপহরণের গল্প ফাঁদা হয়েছিল। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে।
আরও পড়ুন - ডিজির পর এবার রাজ্যের চার জেলায় জেলাশাসক বদলির নির্দেশ কমিশনের
পুলিশ সূত্রে খবর, পড়াশোনার জন্য রাজস্থানের কোটার কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন ওই ছাত্রী। দিন তিনেক ছিলেন সেখানে। এরপরেই দুই বন্ধুর সঙ্গে ইন্দোরে চলে যান তিনি। সেখান থেকে অপহরণের গল্প সাজান।