ভারতীয় অর্ডন্যান্স বোর্ডের- গোলাবারুদের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের ভান্ডারায়। এর জেরে এক জনের মৃত্যু হয়েছে।
কী তৈরি করা হত?
জানা গিয়েছে, ওই কারখানায় মূলত গোলাবারুদ তৈরি করা হত। যা ভারতীয় সেনা এবং অন্য সরকারি বাহিনী ব্যবহার করত। অর্ডন্যান্স বোর্ড সূত্রে জানা গিয়েছে, সকাল ৮টা নাগাদ আচমকা বিস্ফোরণ হয়। সেসময় ঘটনাস্থলে ছিলেন অবিনাশ মেশরাম নামে এক কর্মী। সেখানেই তাঁর মৃত্যু হয়।
বিস্ফোরণের তীব্রতা
বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কারকানার একঅংশ পুরোপুরি বিধ্বস্থ হয়ে গিয়েছে। ঘটনার জেরে কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়। যদিও ঠিক কী কারণে বিস্ফোরণ তা জানা যায়নি। ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।