রোজের মতোই রাতে রাউন্ডে বেরিয়েছিলেন হাসপাতালের এক চিকিৎসক। হাসপাতালের মধ্যে আচমকাই হামলা। ফল কাটার ছুরি নিয়ে চিকিৎসকের উপর ঝাঁপিয়ে পড়লেন এক রোগী। ওই চিকিৎসককে বাঁচাতে ছুটে এলেন অন্য এক চিকিৎসক। তাঁর উপরেও হামলা চালান হয়।
এই ঘটনায় জখম হয়েছেন ওই দুই চিকিৎসক। গ্রেফতার করা হয়েছে রোগীকে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের যবৎমল জেলার শ্রী বসন্তরাও নায়েক সরকারি মেডিক্যাল কলেজে।
পুলিশ সূত্রের খবর, অভিযুক্তের নাম সুরজ ঠাকুর। তিনি মানসিক ভারসাম্যহীন। দু'দিন আগে নিজেকেই নিজে ছুরির আঘাত করেছিলেন। সেই কারণেই তাঁকে ওই হাসপাতালে ভর্তি রাখা হয়েছিল। চিকিৎসা চলছিল তাঁর।
আরও পড়ুন- জিম করার সময় হার্ট অ্যাটাক, মৃত্যু হোটেল মালিকের, মধ্যপ্রদেশের ভিডিও প্রকাশ্যে
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ওই চিকিৎসক রাউন্ডে বেরোতেই তাঁর উপর হামলা চালায় অভিযুক্ত। ওই দিন রাতেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এই হামলার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন ওই হাসপাতালের চিকিৎসকরা।