৩১ তারিখ লোকসভার এথিক্স কমিটি ডেকে পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে। কিন্তু কমিটির চেয়ারম্যানকে তিনি চিঠি দিয়ে জানিয়েছেন, ওইদিন তিনি হাজির হতে পারবেন না। ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তাঁর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সেকারণে হাজিরা দিতে সমস্যা তাঁর। পরিবর্তে ৫ তারিখের পর হাজিরা দেওয়ার অনুরোধ করেছেন মহুয়া।
একই সঙ্গে নিজের লেখা চিঠিতে মহুয়া জানিয়েছেন, ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকেও যেন ডেকে পাঠানো হয়। পাশাপাশি কমিটির সামনে দর্শনকে প্রশ্ন করারও অনুমতি চেয়েছেন তিনি। তাঁর বক্তব্য এই বিষয়ে দর্শনের বক্তব্যও শোনা জরুরি।
মহুয়া ওই চিঠিতে লিখেছেন, দর্শন হীরানন্দানিকে প্রশ্ন করাটা তাঁর মৌলিক অধিকার। পাশাপাশি তাঁর দাবি, চূড়ান্ত রিপোর্ট তৈরির আগে দর্শনের বক্তব্য না শুনলে বিচারপ্রক্রিয়ায় নিরপেক্ষতা থাকবে না ।
চিঠিতে বিজেপি সাংসদ রমেশ বিধুরির প্রসঙ্গও উল্লেখ করেছেন মহুয়া। তিনি লিখেছেন, লোকসভার এথিক্স কমিটির কাছে পূর্ব পরিকল্পিত কর্মসূচির কথা জানিয়ে সময় চেয়েছিলেন রমেশ বিধুরি। সেই সময় তাঁর সেই আবেদন মঞ্জুর করা হয়েছিল।