তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র-র আইফোন হ্যাক করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার । অ্যাপেল থেকে এসেছে সতর্কবার্তা । সম্প্রতি, সেই সতর্কবার্তার স্ক্রিনশট এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সাংসদ । সেখানেই কেন্দ্রের বিরুদ্ধে ফোন হ্যাকের বড় অভিযোগ তুললেন মহুয়া মৈত্র ।
কী রয়েছে অ্যাপেল-এর সতর্কবার্তায় ? মহুয়া যে স্ক্রিনশট পোস্ট করেছেন, সেখানে লেখা রয়েছে, 'রাষ্ট্রপরিচালিত হ্যাকারেরা আপনাকে ‘টার্গেট’ করেছে। অ্যাপ্ল আইডির সঙ্গে আপনার যে আইফোনটি যুক্ত করা আছে, সেটি হ্যাক করার চেষ্টা করা হচ্ছে ।" এর ফলে মহুয়ার ব্যক্তিগত তথ্য, কথোপকথন এমনকি ক্যামেরা এবং মাইক্রোফোনও হ্যাকরদের হাতে চলে যাবে ।
মহুয়া পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'কেন্দ্রীয় সরকার আমার ফোন এবং ইমেল হ্যাক করার চেষ্টা করছে । অ্যাপ্ল থেকে সেই সতর্কবার্তা পেয়েছি । ' প্রধানমন্ত্রীর দফতরকে পোস্টে উল্লেখ করে মহুয়া লেখেন, "আপনাদের ভয় দেখে আমার আপনাদের প্রতি করুণা হচ্ছে । " মহুয়া আরও জানান, তিনি, প্রিয়ঙ্কা চতুর্বেদী ছাড়াও আরও তিন জন অ্যাপ্লের এই সতর্কবার্তা পেয়েছেন। এদিকে, মহুয়ার এই পোস্টকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে ।