টাকা নিয়ে প্রশ্ন কাণ্ডে লোকসভার এথিক্স কমিটির সামনে হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। সকাল সাড়ে ১১টা নাগাদ সেখানে পৌঁছে যান তিনি। এর ঠিক ২৪ ঘণ্টা আগে ফের টুইট করলেন মহুয়ার প্রাক্তন বন্ধু অনন্ত দেহাদ্রাই। যদিও ওই টুইটে কারোর নাম করেননি তিনি। কিন্তু তৈরি হয়ে জল্পনা।
বিতর্কিত কুকুর হেনরিকে নিয়ে নিজের একটি ছবি পোস্ট করেন দেহাদ্রাই। তারসঙ্গে তিনি লেখেন, যে ব্যক্তি দুর্নীতি এবং জাতীয় সুরক্ষার সঙ্গে আপোস করেন তিনি সবথেকে বড় দোষী। যদিও গোটা পোস্টে কারোর নাম নেননি তিনি।
এদিকে হাজিরা দেওয়ার আগে, ক্যাশ ফর কোয়ারি' বিতর্কে বড় তথ্য সামনে এল । সূত্রের খবর, মহুয়া মৈত্রর সংসদীয় অ্যাকাউন্টে প্রায় ৪৭ বার দুবাই থেকে অ্যাকসেস করা হয়েছে । উল্লেখ্য, দুবাইতেই থাকেন ব্যবসায়ী হীরানন্দানি ।