গোয়ার (Goa) বিধানসভা নির্বাচনে বিজেপিকে (BJP) হারাতে চায় তৃণমূল কংগ্রেস (TMC)। সে কারণে কংগ্রেসকে (Congress) সুনির্দিষ্ট ভাবে জোট প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু দু'সপ্তাহ পেরিয়ে গেলেও কোনও উত্তর দেয়নি কংগ্রেস। এমনই দাবি করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)।
গোয়ার বিধানসভা নির্বাচনের প্রচারে এসে প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম দাবি করেন, গোয়ায় দ্বিমুখী লড়াই। কংগ্রেস বনাম বিজেপি। তৃণমূল বা আম আদমি পার্টির (AAP) অস্তিত্ব নেই। এরপরই তৃণমূল বনাম কংগ্রেসের তরজা শুরু হয়।
আরও পড়ুন: West Bengal BJP: দলে ক্ষোভ থাকলে মেটানোর দায়িত্ব নেতাদের, শান্তনু প্রসঙ্গে বললেন দিলীপ
মহুয়ার দাবি, তাঁর কংগ্রেসের সঙ্গে ছদ্ম বক্সিং করার সময় নেই। বিজেপিকে হারাতে চাইলে কংগ্রেস জোট প্রস্তাবে সাড়া দিত।