জাতীয় রাজনীতিতে এখন অসংসদীয় (unparliamentary words) শব্দের নতুন তালিকা নিয়ে তুমুল বিতর্ক চলছে । ‘অসংসদীয়’ শব্দের তালিকা নিয়ে সমালোচনার পাশাপাশি টিপ্পনিও কাটছেন বিরোধীরা। বিষয়টি নিয়ে শুক্রবার একটি টুইট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua moitra)।
শুক্রবার টুইটারে মহুয়া কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে লিখেছেন, ‘অসংসদীয় শব্দের বিকল্প: নিষিদ্ধ শব্দ— আইওয়াশ, বিকল্প শব্দ— অমৃতকাল।’ অন্য একটি টুইটে মহুয়া লিখেছেন, ‘গোলি মারো সালোঁ কো’, ‘বুলডোজার’, ‘ঠোক দো’র মতো কয়েকটি শব্দ এখনও সংসদে ব্যবহার করা যাবে। উল্লেখ্য, ওই তিনটি শব্দ ও শব্দবন্ধ বিভিন্ন সময়ে বিজেপি নেতারা ব্যবহার করেছেন।
Hanskhali News: বিবাহবিচ্ছেদের আগের রাতেই স্ত্রীকে খুন স্বামীর
বৃহস্পতিবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়ানও অসংসদীয় শব্দের নতুন তালিকার সমালোচনা করে টুইটারে সরব হন। বৃহস্পতিবারই মহুয়া তাঁর অন্য় টুইটে ২০১৩ সালে লোকসভার তৎকালীন স্পিকার মীরা কুমারের বাচনভঙ্গির অনুকরণ করে লিখেছিলেন, ‘বৈঠ যাইয়ে, বৈঠ যাইয়ে... প্রেম সে বোলিয়ে (বাংলায়— বসে পড়ুন, বসে পড়ুন, ভদ্রভাবে বলুন)’। উল্লেখ্য, লোকসভায় হট্টগোলের সময় এ ভাবেই সাংসদদের শান্ত করতে দেখা যেত মীরা কুমারকে। মহুয়া আরও লিখেছেন, ‘কী ভাবে ভারতকে ধ্বংস করছে বিজেপি, তার বর্ণনা দিতে গিয়ে বিরোধী সাংসদরা যে সমস্ত শব্দ ব্যবহার করতেন, তা নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার।’
যদিও লোকসভার স্পিকার ওম বিড়লা ইতিমধ্যে স্পষ্ট জানিয়েছেন, কোনও শব্দই নিষিদ্ধ করা হয়নি। তিনি বলেন, “এই শব্দের তালিকাটি আসলে অভিব্যক্তির সংকলন, যা কক্ষের নথি থেকে বাদ দেওয়া হয়েছে।” কিন্তু এর পরও এই ইস্যুতে বিরোধীদের সমালোচনা চলছে।