করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হল কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস। রবিবার সকাল ৮টা ১৫ মিনিটে ‘মৈত্রী এক্সপ্রেস’ (Maitree Express) ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে। এর উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের ডিজি ধীরেন্দ্রনাথ মজুমদার। দুপুর দুটো নাগাদ গেদেয় পৌঁছোয় ট্রেনটি। একইসঙ্গে কলকাতা থেকে খুলনার উদ্দেশে যাত্রা করেছে ‘বন্ধন এক্সপ্রেস’ (Bandhan Express)।
এবার কসবায় উদ্ধার উঠতি মডেলের ঝুলন্ত দেহ, নাম সরস্বতী দাস
সপ্তাহে ৫ দিন চলবে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস। মৈত্রী এক্সপ্রেসে রয়েছে ৪৫৬ আসন। বাংলাদেশি টাকায় ঢাকা থেকে কলকাতা পর্যন্ত এসি ক্লাসের ভাড়া সাড়ে ৩ হাজার টাকা। অন্যদিকে, এসি চেয়ার কারের ভাড়া আড়াই হাজার টাকা। প্রসঙ্গত, রবিবার মৈত্রী এক্সপ্রেস ফের যাত্রা শুরু করলেও যাত্রী সংখ্যা ছিল খুবই কম।