‘হিজাব পরে মেয়েদের স্কুলে যেতে নিষেধ করার বিষয়টি ভয়াবহ।' কর্নাটকে হিজাব বিতর্ক (Karnataka Hijab Controversy) নিয়ে এমনই মন্তব্য করলেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই (Malala Yousufzai)।
কর্নাটকে হিজাব বিতর্ক নিয়ে মঙ্গলবার টুইটারে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন শেয়ার করে মালালা লেখেন, ‘পড়াশোনা এবং হিজাবের মধ্যে কোনও একটা বেছে নিতে আমাদের বাধ্য করছে কলেজ। হিজাব পরে মেয়েদের স্কুলে যেতে নিষেধ করার বিষয়টি ভয়াবহ। খোলামেলা পোশাক হোক বা ঢাকা পোশাক - মহিলাদের পণ্যয়নের (Objectification) ধারা অব্যাহত আছে। মুসলিম মহিলাদের যাতে কোণঠাসা না করা হয়, সেই বিষয়টি ভারতীয় নেতাদের অবশ্যই দেখতে হবে।’
এই প্রথম নয়। এর আগে কৃষি আইন নিয়ে সরব হয়েছিলেন মালালা। কৃষকদের সমর্থনে মোদী সরকারের কাছে কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন।
হিজাব পরিহিতা ছাত্রীকে দেখে গেরুয়া চাদরে 'জয় শ্রীরাম' স্লোগান, উত্তাল কর্নাটক
রাজ্যে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে কর্নাটক হাই কোর্ট- (Karnataka High Court)। হিজাব কেন পরতে দেওয়া হবে না তা নিয়ে প্রতিবাদা জানিয়ে হাই কোর্টে একটি মামলা দায়ের করেছেন মুসলিম পড়ুয়ারা। আদালতের কাছে তাঁরা আর্জি জানিয়েছেন হিজাব পরাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করার নির্দেশ দেওয়ার জন্য।