গোয়া বিধানসভা নির্বাচনে(Goa Assembly Election) সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে তৈরি তৃণমূল(TMC)। শনিবার সন্ধ্যায় তাঁদের তারকা প্রচারকদের তালিকা ঘোষণা করল তৃণমূল(TMC)। তালিকায় রয়েছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjeee), সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) ছাড়াও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূলের(TMC) সহ-সভাপতি যশবন্ত সিং(Jashbant Singh)।
মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) কবে গোয়া(Goa) যাবেন, তা আপাতত জানানো হয়নি। তবে রবিবারই গোয়ার(Goa) উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। তৃণমূলের (TMC)তারকা প্রচারকদের তালিকায় রয়েছে মোট ৩০ জনের নাম। বাদ যাননি ক্রীড়াজগতের প্রতিনিধিরাও। নাম রয়েছে গোয়ার ভূমিপুত্র তথা প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডি কুনহার(Alvito D’cunha)। তালিকায় আছেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ(Leander Paes)। তালিকায় রয়েছেন গোয়ার দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেইরো(Luizinho Faleiro) এবং চার্চিল আলেমাও(Churchill Alemao)। নির্বাচনী প্রচারে থাকবেন সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে(TMC) যোগ দেওয়া নাফিসা আলিও(Nafisa Ali)।
আরও পড়ুন- Shuvendu on Mamata: 'গোটা রাজ্যকে ছুটিতে নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী',জাতীয় ছুটি নিয়ে মমতাকে বিঁধলেন শুভেন্দু
এছাড়াও গোয়ায় নির্বাচনী প্রচারে যাবেন বাংলার এক ঝাঁক তারকা মুখ। গোয়া তৃণমূলের(GOA TMC) পর্যবেক্ষক তথা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র(MP Mahua Moitra) ছাড়াও থাকবেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী মানস ভুঁইয়া(Manas Bhunia), প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি(Manoj Tiwary), রাজ্যসভার সাংসদ জহর সরকার, যুব তৃণমূল(TMC) নেত্রী সায়নী ঘোষ(Sayoni Ghosh) বাবুল সুপ্রিয়(Babul Supriyo) প্রমুখ। এছাড়াও গোয়া যাবেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব(MP Susmita Dev), অশোক তানওয়ার, কীর্তি আজাদ, এবং পবন ভার্মা।