পটনার পর বেঙ্গালুরুতে বসতে চলেছে বিজেপি বিরোধী দলগুলির বৈঠক। তৃণমূল কংগ্রেসের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে উপস্থিত থাকবেন। তবে সূত্রের খবর সনিয়া গান্ধি আয়োজিত নৈশভোজে তিনি থাকবেন না। অন্যদিকে আম আদমি পার্টিরও বৈঠকে থাকার সম্ভাবনা রয়েছে। দিল্লি অর্ডিনেন্স কেন্দ্রের বিরোধিতা করবে বলে রবিবার জানিয়েছে কংগ্রেস। আর তার পরই বিজেপি বিরোধী দলগুলির বৈঠকে উপস্থিত থাকার কথা জানিয়েছে আপ।
দিল্লি অর্ডিনেন্স নিয়ে দীর্ঘদিন ধরেই নিজেদের মতামত জানায়নি কংগ্রেস। অবশেষে রবিবার তারা জানিয়ে দেয় এক্ষেত্রে কেন্দ্রের বিরোধিতা করবে তারা। এই ঘোষণার পরেই রাজনীতি বিষয়ক কমিটির বৈঠক ডাকে আপ। বৈঠক শেষে আপ সাংসদ রাঘব চাড্ডা জানান, কংগ্রেসের ওই সিদ্ধান্তের জন্য সাধুবাদ জানাচ্ছেন তাঁরা। এবং বৈঠকে উপস্থিত থাকবেন।
অন্যদিকে জানা গিয়েছে, বিরোধী জোটের নামকরণ হতে পারে সোমবারের বৈঠকে। পাশাপাশি একাধিক রণকৌশল তৈরি হতে পারে। বৈঠকে যোগ দেওয়ার জন্য কয়েকদিন আগেই সব বিরোধী দলগুলিকে আমন্ত্রণ জানিয়েছিলেন মল্লিকার্জুন খড়গে। তিনি ওই চিঠিতে জানিয়েছিলেন, পটনার বৈঠকে বিরাট সাফল্য মিলেছিল। আজকের বৈঠক আরও গুরুত্বপূর্ণ হবে বলে ধারণা তাঁর।