উত্তরপ্রদেশ বিধানসভার ভোটে না লড়লেও সমাজবাদী পার্টিকে সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । মঙ্গলবার দুপুরে অখিলেশ যাদবের সঙ্গে এক জনসভায় ভার্চুয়াল ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অখিলেশ যাদবের (Akhilesh Yadav) আমন্ত্রণেই, উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের প্রচারে সোমবার লখনউ গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ' সমাজবাদী পার্টির জন্য প্রচারে যাচ্ছি। নিজেরা লড়তে পারলে আরও ভাল হত। আমি চাই বিজেপি হারুক। সমাজবাদী পার্টি জিতুক, ইউপি-কে নতুন দিশা দেখাক '
সোমবার সন্ধ্যেয় লখনউয়ে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে অভ্যর্থনা জানাতে অখিলেশ নিজে বিমানবন্দরে উপস্থিত হন। মঙ্গলবার বেলা ১২টায়, অখিলেশ যাদবের সঙ্গে জনসভায় ভার্চুয়াল ভাষণ দেবেন তৃণমূল সুপ্রিমো।