আজমেঢ় শরীফ ঘুরে দেখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee is at Ajmer Sharif)। সোমবার দিল্লি যাওয়ার আগেই তিনি আজমেঢ় এবং পুষ্করে যাওয়ার কথা জানান। এদিন তাঁকে দেখতে দরগায় ভিড় করেন অসংখ্য মানুষ। রাজস্থান সরকারের(Rajasthan Govt) তরফে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয় আজমেঢ় শরীফ চত্বর(Ajmer Sharif Area)। মুখ্যমন্ত্রীর আজমের শরীফ ও পুষ্করের যাত্রাপথের পুরোটাই নিরাপত্তার দায়িত্বে রয়েছে রাজস্থান পুলিশের(Rajasthan Police) বিশেষ টিম।
সমস্ত নিয়ম-নীতি মেনেই মঈনুদ্দিন চিস্তির দরগায় চাদর চড়ান মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee)। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)। আজমেঢ় শরীফ থেকে তাঁর পুষ্করের(Pushkar) ব্রহ্ম মন্দিরে যাওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন- Abhishek Banerjee: তৃণমূলের 'পাখির চোখ' মতুয়া ভোট, ১৭ ডিসেম্বর রাণাঘাট যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়