দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী কে? কেই বা সবচেয়ে ধনী? নির্বাচনের সময় কমিশনকে দেওয়া হলফনামার তথ্যের ভিত্তিতে একটি রিপোর্ট প্রকাশ করেছে ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস্ (এডিআর)। রিপোর্ট মাফিক, দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ টাকা! অন্য দিকে, সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের জগমোহন রেড্ডি, সম্পত্তির মূল্য ৫১০ কোটি টাকা!
ওই রিপোর্টে বলা হয়েছে দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জনই কোটিপতিও। গরিবিয়ানায় মমতার ওপরে থাকা পিনারাই বিজয়নের সম্পত্তির মোট মূল্য ১ কোটি টাকা।
নির্বাচনী হলফনামা অনুযায়ী দেশের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তির পরিমাণ ৩৩ কোটি ৯৬ লক্ষ টাকা বলে জানিয়েছে এডিআর।