Odisha train accident: রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের চাকরির আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Updated : Jun 05, 2023 22:21
|
Editorji News Desk

ওড়িশার বালেশ্বরে রেল দুর্ঘটনায় নিহতদের ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি জানালেন, মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়ার সঙ্গেই পরিবারের কোনও সদস্যকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে। যাঁরা কম আহত তাঁদের হাতে ৫০ হাজার টাকা এবং যাঁরা বেশি আহত তাঁদের ১ লক্ষ টাকা দেওয়া হবে বলেও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সোমবার তিনি এ কথাও স্পষ্ট জানান, এই দুর্ঘটনায় যাঁদের হাত-পা বাদ দিতে হয়েছে অর্থাৎ যাঁরা অঙ্গ হারিয়েছেন, তাঁদের পরিবারের এক সদস্যকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে।

তিনি বলেন, "৯০ জনের দেহ শনাক্ত কারা গিয়েছে। বাকি দেহ শনাক্ত করার চেষ্টা করছি। আমরা ঠিক করেছি মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর হোমগার্ডের চাকরি দেব। যাঁরা আহত তাঁদের ৫০ হাজার টাকা দেওয়া হবে। তুলনায় বেশি আহতদের ১ লক্ষ টাকা দেওয়া হবে। তুলনায় কম আহতদের ২৫ হাজার দেওয়া হবে। যাঁরা ট্রমায় ভুগছেন তাঁদের প্রথমে এককালীন ১০ হাজার টাকা দেওয়া হবে। তারপর চার মাস পরিবার প্রতি ২ হাজার টাকা করে পাবে। পাশাপাশি চাল, ডাল, তেল দেওয়া হবে। অনেকের হাত-পা বাদ গিয়েছে এই দুর্ঘটনায়। তাঁদের জন্য বিশেষ সুবিধা থাকছে। তাঁদের পরিবারের কাউকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে।''

Odisha

Recommended For You

editorji | ভারত

Prashant Kishor Arrest : অনশন হঠিয়ে পাটনায় গ্রেফতার করা হল প্রশান্ত কিশোরকে

editorji | ভারত

Blinkit: দুয়ারে অ্যাম্বুল্যান্স! ১০ মিনিটে পৌঁছে দেবে Blinkit

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Pass-Fail System : নিজেদের নীতিতেই ভোলবদল মোদী সরকারের, পঞ্চম থেকে অষ্টমে ফিরছে পাস-ফেল