আবগারি দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল । সুপ্রিম কোর্টের নির্দেশের পরই টুইট করে কেজরিওয়ালকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল নেত্রী লেখেন, দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের খবরে তিনি খুবই খুশি । সেইসঙ্গে কী বার্তা দিলেন তিনি ?
শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'অরবিন্দ কেজরিওয়াল অন্তরবর্তীকালীন জামিন পাওয়ায় আমি খুব খুশি হয়েছি। বর্তমান নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই জামিন খুবই সহায়ক হতে চলেছে।'
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। আগামী ১ জুন পর্যন্ত এই জামিন মঞ্জুর করা হয়। ২১ মার্চ আবগারি মামলার তদন্তে কেজরিওয়ালকে গ্রেফতার করছিল ইডি। ২ জুন ফের তাঁকে আত্মসমপর্ণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।