অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে মহুয়াকে । দেশের জন্য এ ঘটনা দুঃখজনক । লোকসভা থেকে মহুয়া সাংসদপদ খারিজ নিয়ে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
মুখ্যমন্ত্রী কার্শিয়াঙে রয়েছেন । সেখান থেকেই এদিন সাংবাদিক বৈঠক করেন তিনি । মুখ্যমন্ত্রী বলেন, " খুবই দুঃখজনক । মহিয়া মৈত্র কৃষ্ণনগরের জনগণের দ্বারা নির্বাচিত । ভোটে তাঁকে পরাজিত করতে না পেরে, বিজেপি তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে, ৪৯৫পাতার রিপোর্ট পাঠিয়ে, আধঘণ্টার মধ্যে সবাই আলোচনা করে ফেলল । ইন্ডিয়া জোটের শরিক সদস্যরা বারবার রিপোর্ট পড়ার সুযোগ চাইলেও, সেটা পর্যন্ত তাঁদের দেওয়া হয়নি । রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য একজন মহিলাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, যেভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, আমি সেটাকে ধিক্কার জানাই ।"
মুখ্যমন্ত্রীর বার্তা, 'দল মহুয়ার পাশে ছিল, আছে, থাকবে । এই ঘটনা থেকে বিজেপির প্রতিহিংসাপরায়ণ রাজনীতি আরও এক বার প্রমাণিত।'
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'এটা অন্যায়, মেনে নেওয়া যায় না । মহুয়া পরিস্থিতির শিকার আমাদের দল জোটের সঙ্গে লড়বে । আমরা সবাই সাহসের সঙ্গে লড়াই করব ।'