দেশকে ‘এজেন্সি রুল’ থেকে বাঁচাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে স্বায়ত্তশাসন দেওয়ার দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। দু’জন ব্যক্তির অঙ্গুলিহেলনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কাজ করে থাকে, এমন ইঙ্গিত দিয়ে মমতার স্পষ্ট বক্তব্য, সংস্থাগুলির কাজে হস্তক্ষেপ না করে শুধুই সংস্থার কর্মীদের বেতন দেওয়ার কাজটুকু করুক কেন্দ্র।
পাশাপাশি, মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্বায়ত্তশাসনের দাবি গোটা দেশে তিনিই প্রথম তুললেন। উল্লেখ্য, এর আগেও একাধিকবার সিবিআই(CBI) এবং ইডিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- Suvendu Adhikari: তৃণমূলে অর্জুন, বারাকপুরে বিজেপির দায়িত্বে শুভেন্দু, কর্মীদের ঘুরে দাঁড়ানোর বার্তা
সোমবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘‘বিরোধীদের অপদস্থ করছে এই সরকার। যুক্তরাষ্ট্রীয় কাঠামো(Federal Structure) ভেঙে ফেলেছে। সব ব্যাপারে এজেন্সি ব্যবহার করে তুঘলকি কায়দায় সরকার চালাতে চাইছে কেন্দ্র। তবে সব এজেন্সি খারাপ, আমি বলছি না। ওরা ঠিক করে কাজ করতে পারছে না। কারণ, দু’জনের (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ) হাতে অটোনমি রয়েছে।’’
পাশাপাশি, জ্বালানির মূল্যবৃদ্ধি(Price hike) নিয়ে কেন্দ্রর বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee)। সোমবার নবান্নে বৈঠকের পর তিনি প্রশ্ন তোলেন কেন্দ্র পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছে, কিন্তু কেন সেসে ছাড় দিচ্ছে না ?
মুখ্যমন্ত্রী জানান রাজ্য সেসের টাকা পায় না ৷ বাংলায় পেট্রোলে ২.৮০ টাকা ছাড় দেওয়া হয় ৷ যে রাজ্যগুলিতে বিজেপি(BJP in Power) ক্ষমতায় রয়েছে তারা অনেক বেশি টাকা পায় ৷ এর জেরে তারা অনেক বেশি ছাড় দিতে পারে ৷ বাংলাকে তাদের প্রাপ্য টাকা থেকেই বঞ্চিত করা হচ্ছে, ফলে রাজ্য কোথা থেকে ছাড় দেবে, সে প্রশ্ন তোলেন মমতা(Mamata Banerjee)৷