মমতার সঙ্গে দেখা হল না। এবারের ভারত সফরে এটাই যেন আপসোশ থেকে গেল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সোমবার দিল্লিতে তিনি জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁর বোনের মতো। কিন্তু হাসিনার আক্ষেপ, এবার ভারত সফরে মমতার সঙ্গে তাঁর দেখা হল না। তিনি জানান, ভেবেছিলেন দিল্লি এলে মমতার সঙ্গে দেখা হবে। তবে মমতার সঙ্গে তাঁর দেখা হতে পারে। এই ইঙ্গিতও দিয়েছেন হাসিনা। ভারতে আসার আগে মমতাকে দিল্লিতে আমন্ত্রণও জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, বাংলাদেশে নির্বাচনের আগে একবার মমতার সঙ্গে দেখা করতে চাইছেন হাসিনা। কারণ, তাতে আওয়ামী লিগের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
সোমবার ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আজ, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি। এই সফরে ভারতের সঙ্গে মোট সাতটি চুক্তি করতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কূটনীতিকদের সঙ্গে একদফায় বৈঠক করেছেন হাসিনা। তিস্তা নিয়ে ইতিবাচক পদক্ষপ নেওয়া হতে পারে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
সোমবার দিল্লিতে হাসিনা জানিয়েছেন, এবার কলকাতার বাজারে ঢালাও পদ্মার ইলিশ মিলবে। কারণ, ভারতে আসার আগে ইলিশ রফতানিতে তিনি সবুজ সংকেত দিয়ে এসেছেন।