চলন্ত ট্রেনে মহিলা পুলিশকে আক্রমণ। মূল অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল যোগী পুলিশ (Uttar Pradesh Police)। মৃতের নাম আনিস। অভিযুক্তের দুই সঙ্গী আজাদ খান ও বিশ্বম্ভর দয়াল গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এনকাউন্টারের ঘটনায় আহত হয়েছেন রতন শর্মা নামে উত্তরপ্রদেশ পুলিশের এক কর্মীও।
গত ৩০ আগস্ট অযোধ্যা (Ayodhya) স্টেশনে সরযূ এক্সপ্রেসের কামরা থেকে এক মহিলা কনস্টেবলের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এলাহাবাদ হাইকোর্টে স্বতোঃপ্রণোদিত মামলা হয়। তদন্তে জানা যায়, সিটে বসা নিয়ে পুলিশ কর্মীর সঙ্গে বচসা বাধে আনিস ও তার সঙ্গীদের।
আরও পড়ুন - রাজ্যসভাতেও পাশ মহিলা সংরক্ষণ বিল, সমর্থন বিরোধী দলের সাংসদদেরও
অভিযোগ, ধারাল অস্ত্র ওই কনস্টেবলের মুখ কোপানো হয়। মারধর করে ভেঙে দেওয়া হয় তাঁর মাথার খুলিও। গুরুতর জখম অবস্থায় তাঁকে লখনউ হাসপাতালে ভর্তি করা হয়। ওই কনস্টেবলের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার একমাস পরেই এনকাউন্টার করা হয়। পুলিশের গুলিতে মারা যায় অভিযুক্ত।