বিবাহবহির্ভূত সম্পর্কের জের (Extra Marital Affair) । প্রেমিকার সঙ্গে পালানোর জন্য এক 'নিরপরাধ'-কেই খুন করে বসলেন এক ব্যক্তি । শুধু তাই নয়, নিজেকে 'মৃত' প্রমাণ করতে যেভাবে ছক কষেছিলেন, তা শুনলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে আপনারও । ঘটনাটি ঘটেছে পুনেতে ।
পুনের দুই গ্রাম । কয়েকদিনের ব্যবধানে নিখোঁজ হন দুই ব্যক্তি । একজনের নাম সুভাষ, অপরজনের নাম রবীন্দ্র । কয়েকদিন পর সুভাষের মুন্ডহীণ দেহ উদ্ধার হয় ক্ষেতের মধ্যে থেকে । তাঁর ছেলেরাও তাঁর বাবার দেহ চিহ্নিত করেন । এদিকে, তাঁর পাশের গ্রামের রবীন্দ্র বলে এক ব্যক্তি বহুদিন ধরে নিখোঁজ । পুলিশ আশপাশের সিসি ক্যামেরা খতিয়ে দেখে, তাঁকে শেষ বার দেখা গিয়েছিল নিহত সুভাষের সঙ্গে। এরই মধ্যে 'মৃত' সুভাষ বেঁচে ওঠেন । খুড়তুতো বোনের বাড়িতে তাঁকে দেখা যায় । এরপরই পুলিশের জালে ধরা পড়েন ওই ব্যক্তি । সুভাষ জেরায় জানান, উদ্ধার হওয়া দেহ ছিল আসলে রবীন্দ্রের। নিজেকে মৃত প্রমাণ করতে রবীন্দ্রকে খুন করেছেন তিনিই।
আরও পড়ুন, Rahul Gandhi : রাহুল গান্ধীকে মেরে ফেলেছেন তিনিই, সাংবাদিক বৈঠকে স্বীকারোক্তি কোন জনপ্রিয় নেতার ?
কিন্তু কেন খুন ? প্রকাশ্যে আসে ভয়ঙ্কর এক কাহিনি। সুভাষ পুলিশকে জানান, তিনি পাশের গ্রামের এক গৃহবধূর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন । ওই গৃহবধূর সঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন তিনি। তাই সকলের চোখে ধুলো দিতে ওই ছক কষেছিলেন ।