আদিবাসী শ্রমিকের গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে সিধি জেলায় । অভিযুক্ত ব্যক্তি বিজেপি নেতা প্রবেশ শুক্লা বলে জানা গিয়েছে । ইতিমধ্যেই ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে । আর তারপর থেকেই নিন্দার ঝড় উঠেছে সব মহলে । ঘটনার কড়া নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান । অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেন তিনি । জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ।
শিবরাজ সিং চৌহান জানান,এমন একটি ভিডিও তাঁর চোখে পড়েছে । প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, সেই দোষীকে যেন অবিলম্বে গ্রেফতার করা হয় ও তার উপর যেন এনএসএ ধারায় মামলা করা হয় । তিনি আরও বলেন, মানবতাকে কলঙ্কিত করেছেন ওই ব্যক্তি । এ ধরনের অপরাধের জন্য কঠোর শাস্তি হোক,কঠোরতম শব্দও কম। অপরাধীর কোনও জাত, ধর্ম বা দল থাকে না, অপরাধী কেবল অপরাধী ।
সম্প্রতি, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তায় বসে রয়েছেন ওই শ্রমিক । আর এক ব্যক্তি রাস্তায় তাঁর সঙ্গে অভব্য আচরণ করছে । এমনকী, সেই শ্রমিকের গায়ের উপর প্রস্রাব করতেও দেখা যায় । ঘটনার ভিডিও ভাইরাল হতেই হইহই পড়ে যায় ।