পোষ্য একটু বেশি আওয়াজ করে ডাকে, এই অপরাধে একটি কুকুরকে বেধড়ক মারার ভিডিও ভাইরাল হয়েছে নেট পাড়ায়। কুকুরটির মনিব এবং পরিবারের অন্য সদস্যরা বাধা দিতে এলে পড়শি তাঁদেরকেও লাঠি দিয়ে আঘাত করেছেন, সেই দৃশ্যও ধরা পড়েছে ক্যামেরায়। ভয়াবহ এই ঘটনাটি দিল্লির পশ্চিম বিহার অঞ্চলের।
জানা গিয়েছে পড়শির নাম ধরমবীর দাহিয়া। কুকুর এবং তার মনিবকে মারার পর তাঁদের বাড়িতেও ঢুকতে উদ্যত হন দাহিয়া। বাধা দেওয়া মহিলাকেও লোহার রড দিয়ে আঘাত করার দ্রশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
ধরমবীর দাহিয়ার নামে ইতিমধ্যে মামলা নথিভুক্ত করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে।
'Kali' Controversy : কালী ছবির পোস্টার নিয়ে বিতর্কের পর পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের