বাবার ইচ্ছেপূরণে অদ্ভুত কাণ্ড ঘটালেন ছেলে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, বাবার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। আর জলন্ত চিতার উপরেই ছেলে ঢালছে মদ। শুধু মদ নয়, বেনারসী পান এবং বিড়িও ওই চিতার উপর দেওয়া হচ্ছে।
মৃতের ছেলে জানিয়েছেন, বাবার কোনও শেষ ইচ্ছে যাতে অসম্পূর্ণ না থাকে সেকারণেই মদ, বিড়ি ও পান উৎসর্গ করেছেন।
Read More- বাংলায় তৃণমূলকেই অগ্রাধিকার, জোটের আসন রফায় আগামী সপ্তাহে বৈঠক
ওই ভিডিওতে দেখা গিয়েছে, বারানসীর মণিকর্ণিকা ঘাটে দাহ কাজ চলছে। সেসময় জলন্ত চিতার উপরেই মদ ও পান দিচ্ছেন এক যুবক। ওই যুবকই নিজেকে ওই মৃত ব্যক্তির সন্তান বলে দাবি করেছেন।