দিল্লির সুলতানপুরীর অঞ্জলিকাণ্ডের ছায়া এবার পড়শি নয়ডাতে। এবং একই দিনের ঘটনা। বছরের প্রথম দিনেই নয়ডার এক সুইগি ডেলিভারি বয়কে ধাক্কা মারে একটি গাড়ি, প্রায় ৫০০ মিটার রাস্তা ওই যুবককে গাড়ির তলায় ঘষতে ঘষতে নিয়ে যায়।
দুর্ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ১৪-এ। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত ওই যুবকের নাম কৌশল। কৌশলের বাইককে পিছন থেকে এসে ধাক্কা মেরেছিল ঘাতক গাড়িটি। এরপর কৌশল গাড়ির চাকায় আটকে যান। সেভাবেই বেশ কিছুটা পথ এগিয়ে যায় ঘাতক গাড়িটি। পরে একটি মন্দিরের সামনে থেমে কৌশলের দেহ দেখতে পেয়ে পালায় গাড়িটি। সেক্টর ১৪-এর রাস্তায় লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।